এরপর ২য় ও ৩য় তলায় গিয়ে দেখা যায় কেউ লাইন দিয়েছে আবেদন জমা দেওয়ার জন্য আবার কেউ বসে আছে ফিঙ্গার ও ছবি তোলার জন্য। সেখানে কথা হয় কয়েকজনের সঙ্গে তারা বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় থেকে আসা তাপস দাস বলেন, আমি বিদেশে যাব তাই পাসপোর্ট করতে এসেছি। আমার বড় ভাই পান্নু নামের এক দালালের মাধ্যমে কন্ট্রাক করেছে। সে লোক আজ আমাকে আবেদনের কাগজ ধরিয়ে দিয়েছে জমা দেওয়ার জন্য তাই লাইন ধরে বসে আছি। কত টাকা কন্ট্রাক করা হয়েছে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা বড় ভাই জানে আমি জানি না।