এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, লেখক-গবেষক পাভেল পার্থ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, ব্লাস্টের আইন উপদেষ্টা এসএম রেজাউল করিম, কাপেং ফাউন্ডেশনের ব্যবস্থাপক হিরন মিত্র চাকমা প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের বাগদা ফার্মের সাঁওতাল পল্লীতে আক্রমণের কারণে পুলিশের ওপর আস্থাহীনতা তৈরি হয়েছে। আস্থা ফিরিয়ে আনতে নিরপেক্ষ তদন্ত করতে হবে। অবিলম্বে সকল আসামিকে প্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলা হয়, ‘প্রশাসনের প্রতি আদিবাসীদের যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা থেকে মুক্তি ও তাদের আস্থা ফিরিয়ে আনার জন্য পুলিশ প্রশাসনকে দৃশ্যমান কিছু ফলাফল দেখাতে হবে। আদিবাসীদের ভূমির সমস্যা সমাধানের জন্য ভূমি প্রশাসন থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে।’