1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

গাজীপুর জেলা ঐক‍্য পরিষদ নির্বাচনে সভাপতি কাশেম, সম্পাদক রফিক 

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাচনে সভাপতি কাশেম এবং সম্পাদক রফিক নির্বাচিত হয়েছেন। গাজীপুর গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

গাজীপুর বাসন থানা সংলগ্ন জেলা সাংবাদিক ঐক্য পরিষদ কার্যালয়ে শনিবার সকাল ৯ টায় ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়ে,যা বিরতহীনভাবে চলে বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়।

ঐক্য পরিষদের সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা হলেন, সভাপতি মুহাম্মদ আবুল কাশেম (দৈনিক যুগান্তর),কার্যকরী সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল (কালবেলা),সহ-সভাপতি নাজিম উদ্দিন (ঢাকার ডায়ালগ),ইব্রাহিম খন্দকার (আজকের বসুন্ধরা) ও আওলাদ হোসেন (দুর্নীতি সমাচার), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ( আমার দেশ ও চ‍্যানেল এস), সহ সম্পাদক জসিম উদ্দিন প্রধান ( বঙ্গ বাজার), লোকমান হোসেন পনির(নতুন ভোর) ও মৃনাল কান্তি চৌধুরী ( নাগরিক ভাবনা), সাংগঠনিক সম্পাদক হাজী সাইফুল ইসলাম ( নিউ ন‍্যাশন) দপ্তর সম্পাদক নাছির উদ্দিন ( বাংলার নবকন্ঠ),অর্থ সম্পাদক রাশেদউল হোসেন কমল ( এই বাংলা) আইন সম্পাদক মো. মানিক মিয়া ( আজকের জনবাণী),প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল (মোহনা টেলিভিশন), ধর্ম বিষয়ক সম্পাদক পারভেজ মিয়া(বাংলাদেশ সমাচার),ক্রীড়া সম্পাদক ইব্রাহিম খলিল ( ভোরের আলো) মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার ( ভোরের আলো)। এছাড়া নির্বাহী সদস্য-১ বেলায়াইত হোসেন শামীম ( রূপালী বাংলাদেশ), নির্বাহী সদস্য-২ আব্দুল হামিদ (মুক্ত খবর) ও নির্বাহী সদস্য-৩ মুকতাদির হোসেন ( প্রথম সূর্যোদয়)।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট