কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নুর মোহাম্মদ (৩০) নামের এক রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকের আবু ছৈয়দের ছেলে। তিনি ক্যাম্পটির ব্যবস্থাপনায় নিয়োজিত প্রধান মাঝি (কমিউনিটি নেতা)।
এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, গত বছর রমজান মাসেও একদল দুর্বৃত্ত নুর মোহাম্মদের ওপর হামলা চালিয়েছিল। তখন তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটেছে। তারপরও পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান, মো. সিরাজ আমীন।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।