অন্যদিকে রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর জিতে আসা খুলনা রাউন্ড রবিন লিগের শেষ কয়েক ম্যাচ থেকেই ‘নকআউট’ খেলে আসছে। এই আত্মবিশ্বাস আজও সঙ্গী হওয়ার কথা দলটির। রংপুরকে হারানোর নায়ক নাসুম আহমেদের কণ্ঠেও একই সুর, ‘আমাদের যে অবস্থা ছিল, দুই ম্যাচ আগে থেকেই নক আউট খেলছি। সব দলই চায় ফাইনালে খেলতে। আমাদের প্রথম লক্ষ্য ছিল সেরা চার। প্রথম ম্যাচ (এলিমিনেটর) জিতেছি।