বিচার বিভাগ সংস্কার ও বিচারপতি নিয়োগপ্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবি পার্টি। তবে সংস্কার বাস্তবায়নকারী সংস্থা, বার কাউন্সিলসহ আরও কিছু বিষয়ের সংস্কার না হলে জনগণ আদালত থেকে কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাবে না বলে মনে করে দলটি। সোমবার ‘বিচার বিভাগসংক্রান্ত সংস্কারমূলক অধ্যাদেশের মূল্যায়ন ও পর্যালোচনা’ নিয়ে এবি পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়গুলো উঠে আসে। অন্তর্বর্তী সরকার ২১ জানুয়ারি ‘বিচারপতি নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ ২০২৫’ জারি করে। এই অধ্যাদেশ উচ্চ আদালতের বিচারপতি নিয়োগপ্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ভুইয়া।