1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের কালিয়াকৈরে সাবেক মেয়রের মজিবুর রহমানের সংবাদ সম্মেলন গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ স্বতন্ত্র এমপি প্রার্থীসহ আটক ৭ টেকনাফে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী ২৮ রোহিঙ্গা উদ্ধার, আশ্রয়দাতা আটক মা ইলিশ রক্ষায় বিমানবাহিনীর হেলিকপ্টার টহল সাত ইসরায়েলি বন্দি হস্তান্তর, মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনি চুয়াডাঙ্গায় চোলাই মদ পানে ৬ জনের মৃত্যু ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম সাময়িক বরখাস্ত সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১ কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্মীর মৃত্যু

‘আমরা আশা করি বাংলাদেশিদের ভিসা দেবে ভারত’

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমরা আশা করি, ঢাকায় ভারতীয় হাইকমিশন সম্পূর্ণরূপে কার্যকর হবে এবং বাংলাদেশিদের আবার ভিসা দেবে। আমরা সব সময় বলেছি যে ভারতের সঙ্গে আমরা একটি ভালো কর্মসম্পর্ক চাই। এ ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থান রয়েছে।’

মঙ্গলবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তৌহিদ আরও বলেন, ‘সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে উভয় দেশেরই স্বার্থ রয়েছে এবং বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তা স্পষ্ট করে দিয়েছেন।’

বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কোনো সুসংবাদ আছে কি না, জানতে চাইলে তৌহিদ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এটি ভারত সরকারের সার্বভৌম সিদ্ধান্ত।’

তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না বলেও জানান। তবে তিনি বলেন, ‘আমরা আশা করি ভারতীয় হাইকমিশন ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের ভিসা দেবে এবং তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত করবে।’

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। পরে ভারত বাংলাদেশিদের ভিসা প্রদান কমিয়ে দেয়। এদিকে নয়াদিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ করলেও ঢাকা এখনো কোনো সাড়া পায়নি।

তিস্তা প্রকল্পে চীন কাজ করবে কি না, জানতে চাইলে তৌহিদ বলেন, ‘দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক রয়েছে এবং এর অধীনে যেকোনো প্রকল্প বাস্তবায়নের জন্য উভয় দেশ যেতে পারে। তবে তিস্তা নিয়ে কোনো আলোচনা হয়নি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জানুয়ারির শেষের দিকে চীন সফরের সময় ইয়ারলুং সাংপো নদীতে চীনের বৃহত্তম ড্যাম এবং বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর ওপর এর প্রভাবের বিষয়টি উত্থাপন করেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা।

চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না। কারণ ড্যাম থেকে পানি প্রত্যাহার করা হবে না বলে জানান এক কর্মকর্তা।

তৌহিদ আরও বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র উন্নয়নের জন্য ২৯ মিলিয়ন ডলার মূল্যের একটি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রভাবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

গত ২০ ফেব্রুয়ারি ট্রাম্প বলেছিলেন, ইউএসএআইডি বাংলাদেশের দুই ব্যক্তির মালিকানাধীন একটি সংস্থাকে ২৯ মিলিয়ন ডলার দিয়েছে, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে দেখেছে যে অভিযোগটি সত্য নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট