1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস কক্সবাজার জেলা শাখা কমিটি পূর্ব কমিটি বিলুপ্ত করে নতুন করে ৩১ জনের কমিটির গঠন গাজীপুরের কালিয়াকৈরে সাবেক মেয়রের মজিবুর রহমানের সংবাদ সম্মেলন গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ স্বতন্ত্র এমপি প্রার্থীসহ আটক ৭ টেকনাফে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী ২৮ রোহিঙ্গা উদ্ধার, আশ্রয়দাতা আটক মা ইলিশ রক্ষায় বিমানবাহিনীর হেলিকপ্টার টহল সাত ইসরায়েলি বন্দি হস্তান্তর, মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনি চুয়াডাঙ্গায় চোলাই মদ পানে ৬ জনের মৃত্যু ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম সাময়িক বরখাস্ত

কর্মকর্তা-কর্মচারীদের আপাতত সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

রাজধানী সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার পর থেকে প্রশাসনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে সচিবালয়ের সব গেট বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। ফলে অনেকেই বাইরে অপেক্ষা করছেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। রাত ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১৯টি করা হয়। ছয় ঘণ্টার চেষ্টায়, বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাত নম্বর ভবনের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সৈয়দ সাইফুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মীরা সকাল থেকেই সচিবালয়ে আসেন। কিন্তু ভেতরে ঢুকতে না পেরে তারা বাইরে অপেক্ষা করতে বাধ্য হন। অনেকেই এমন একটি সুরক্ষিত স্থানে কীভাবে আগুন লাগল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ এই ঘটনাকে নাশকতা বলে সন্দেহ করছেন।

গৃহায়ণ ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান বলেন, আগুন লাগার ঘটনায় দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং ভবন পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট