1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় জবানবন্দি দিলেন আসামি চন্দন দাস

ভয়েস অব নিউজ ডেক্স
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে
আসামি চন্দন দাস। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি চন্দন দাস।

সোমবার (৯ ডিসেম্বর) বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে এ জবানবন্দি দেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার রাতে চন্দনকে ভৈরব থেকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার তাকে আদালতে তোলা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ডে মঞ্জুর করেন বিচারক। সোমবার দুপুর ১২টার দিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় চন্দন।

প্রাথমিকভাবে চন্দন নিজে এবং তার আরেক সহযোগী রিপন মিলে আইনজীবী আলিফকে কোপানোর কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। জবানবন্দি দেওয়ার পর চন্দনকে আইনানুযায়ী কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ইতোমধ্যে ৬ মামলায় গ্রেপ্তার হয়েছে ৪০ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ১০ জন গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট