জামায়াত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ শনিবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, প্রিয় গাইবান্ধাবাসী, এই যে আপনাদের পাশ দিয়ে নদীগুলো বয়ে গিয়েছে, এগুলো আল্লাহতালার রহমত। কিন্তু গত ৫৪ বছরে সরকারগুলো এই নদীগুলো সংরক্ষণ করেনি। এক সময়ে এই নদীগুলো দিয়ে জাহাজ চলতো, এখন সাধারণ নৌকা চলাচল করতে পারে না।
চারটি বড়—তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও করতোয়া উত্তরবঙ্গের মানুষের জন্য আল্লাহর দান হিসেবে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বলেন, নদীর অবস্থা হলো শরীরের রক্তনালীর মতো। রক্তনালী বন্ধ হলে শরীরের ওই অংশ মারা যাবে।
অতীতের সরকারগুলোর উপেক্ষা-উদাসীনতা, অবহেলা গোটা নর্থবেঙ্গলকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের আমির। তাদের দল ও নির্বাচনী ঐক্য সরকার গঠন করলে উত্তরবঙ্গের মরা নদীগুলোর পুনর্জীবনের কাজ শুরু করবেন বলে জানান তিনি।তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে বলেও জানান শফিকুর রহমান। এছাড়া, গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার জন্য তিনি প্রচারণা চালান।
এর আগে জামায়াত ও ১০ দলীয় ঐক্য দুদিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার সকালে রংপুর পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন শফিকুর রহমান। পরে সকাল সাড়ে ১০টায় পলাশবাড়ী হাইস্কুল মাঠে জনসভায় বক্তব্য দেন জামায়াতের আমির।