কলিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মো. মজিবুর রহমান সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অযৌক্তিক সংবাদ প্রচারের প্রতিবাদে এক
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় তার নিজ কর্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে তুলে ধরেন সাবেক পৌর মেয়র, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-১, আসনের মনোনয়ন প্রত্যাশি মজিবুর রহমান ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি দুর্নীতি দমন কমিশন কালিয়াকৈর পৌরসভায় গিয়ে একটি টেন্ডারেরর ঠিকাদার নিযুক্ত নিয়ে কাগজপত্র তলব করে। বিষয়টি নিয়ে সুরাহা না হওয়ার আগে এটা নিয়ে তড়িঘড়ি করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিপক্ষের লোকজন তাকে জড়িয়ে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করেন।
তিনি বলেন, সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজ দিয়ে তিনি রাষ্ট্রের ৫৮ লাখ টাকা সাশ্রয় করেছেন। তারপরও নির্বাচনকে সামনে রেখে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ মিথ্যা প্রচারণা চালিয়েছেন।
তিনি দাবি করেন, পৌরসভায় ঠিকাদার নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশে পৌরসভার মেয়রদের কোন হাত নেই। এটার জন্য আলাদা কারিগরি টিম রয়েছে, তাদের মূল্যায়নের পর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরদাতা প্রতিষ্ঠান চুড়ান্ত হয়। সংবাদ সম্মেলনে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।