গাজীপুরের কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ বাজার এলাকায় বৃহস্পতিবার ভোরে আইয়ুব মন্ডলের বহুতল ভবন থেকে পড়ে ৩৩ কেভি ভোল্ট বৈদ্যুতিক তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রোজিনা বেগম (৪৮) নামে এক গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত রোজিনা বেগম বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বিড়িকুল্লা গ্রামের লাল মিয়ার স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে পল্লীবিদ্যুৎ বাজার এলাকায় জাফর আলীর বাড়িতে ভাড়া থাকতেন এবং আশপাশের ব্যাচেলর বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে আইয়ুব মন্ডলের বহুতল ভবনে রান্নার কাজ করতে যান তিনি। পরে ময়লা-আবর্জনা ভর্তি পলিথিন ফেলতে গিয়ে অসাবধানতাবশত পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ভোল্ট বৈদ্যুতিক তারে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা জানান, ওই বহুতল ভবনের পাশ দিয়েই ঝুঁকিপূর্ণভাবে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন গেছে। এর আগে একই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার ভাড়াটিয়ারা বাড়ির মালিকদের এ বিষয়ে অভিযোগ করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে দুই ভবনের ভাড়াটিয়ারা সব সময় আতঙ্কে বসবাস করছেন।
গৃহকর্মীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, “গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”