গাজীপুরের কালিয়াকৈরে বরযাত্রী বহনকারী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বর-কনসহ যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় আড়াই ভরি স্বর্ণ, নগদ অর্থসহ কয়েকটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা।
শুক্রবার রাতে উপজেলার বেলাব ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উপজেলার বলিয়াদি গ্রামের মনির হোসেনের ছেলে জয়নাল খানকে (৩৪) আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আশুলিয়া থানার জিরানির আব্দুল মান্নান কলেজ সংলগ্ন এলাকা থেকে বর-কনে নিয়ে একটি বাস উপজেলার গোসাত্রা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বর-কনে যাত্রীদের নিয়ে রাত সাড়ে সাতটার দিকে বেলাব ঈদগাহ নামক এলাকায় পৌঁছালে ১৪-১৫ জনের একদল ডাকাত সদস্য একটি ড্রাম ট্রাক দিয়ে বাসের গতিরোধ করে। পরে বাসে থাকা বর-কনে ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে কনের গায়ে থাকা স্বর্ণ, যাত্রীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় বাসে থাকা যাত্রীরা ডাক-চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে এক ডাকাত সদস্যকে আটক করে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটক ডাকাত সদস্যকে থানায় নিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও অন্য ডাকাত সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছেন।