২০ শে জুলাই ২০২৫ রবিবার, বিকাল ৩:৩০ মিনিটে, বাংলাদেশ পর্যটন ভবন এর "শৈলপ্রপাত " অডিটোরিয়াম, লেভেল ২, আগারগাঁও এ,
অনুষ্ঠিত হবে ওয়েব ফাউন্ডেশন এর আয়োজনে.
"উদ্যোক্তা সম্মেলন ও মিলনমেলা ২০২৫”।
যেখানে দুইটি সেশন এর প্রথম পর্ব
“উদ্যোক্তা সম্মেলন “ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
লায়ন সাইফুল ইসলাম (PMGF)
ব্যবস্থাপক পরিচালক ও CEO
অতিথি ডট কম,
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের
প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কন্ঠ শিল্পী রুনা লায়লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী দিলারা জামান ,এবং রুমানা ইসলাম মুক্তি। অনুষ্ঠনের সভাপতিত্ব করবেন ওয়েব প্রেসিডেন্ট রূপা আহমেদ। এছাড়া ও উপস্থিত থাকবেন ওয়েব এর ভাইস প্রেসিডেন্ট রবিন আহমেদ ,ওয়েব এর সেক্রেটারি জেনারেল পূর্ণিমা ত্রিপুরা এবং ওয়েব এর কার্যকরি পরিষদের এর সকল সম্মানিত ব্যক্তি বর্গ ও কান্ট্রি এম্বাসেডর শিরিন আক্তার। অনুষ্ঠান উপস্থাপনা করেন: ফেরদৌস আরা ফ্লোরা।