মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘স্বাধীনতার চেতনার নামে অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়।’
সোমবার রাত ১০টার দিকে রংপুরের পাগলাপীরে জামায়াতের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। উত্তরবঙ্গ সফর উপলক্ষে সোমবার রাত সাড়ে ৮টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে যান জামায়াতের আমির। পথে রংপুরের পাগলাপীরে পথসভায় বক্তব্য দেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল। বলা হয়েছিল, একদল স্বাধীনতার পক্ষে, আরেক দল বিপক্ষে। পক্ষের যে দলটি, (তারা) স্লোগান দিয়ে মানুষকে শোষণ করেছে। তারা কার্যত এ দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছে। স্বাধীনতার চেতনার নামে অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়।’